তুজমে রাব দিখতা হ্যায়, ইয়ারা ম্যায় কেয়া কারু’, খালি গলায় রোমান্টিক গান গাইলেন অরুনিতা কাঞ্জিলাল
ইন্ডিয়ান আইডল সনির অন্যতম জনপ্রিয় একটি গানের রিয়্যালিটি শো। এই শোতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রতিভাবান প্রতিযোগিরা আসেন। যাদের মধ্যে থেকে কেউ কেউ ছিনিয়ে নেন সেরার সেরা শিরোপা। গতবছর ইন্ডিয়ান আইডল সিজন ১২’তে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছেন পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজন। ফার্স্ট রানার্সআপ হয়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। তবে এই সিদ্ধান্তে অল্প হলেও অসন্তুষ্ট হয়েছিল বাংলার মানুষ। তবে বিচারকদের রায় নিয়ে কোনোরকম কোনো ক্ষোভ ছিল না অরুনিতার।
বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এখন সোশ্যাল মিডিয়ার স্টার। তার যেকোনো গানের ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই লতা মঙ্গেসকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গাওয়া একটি গান গেয়েছিলেন অরুনিতা, যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক মিউজিক ভিডিওতে প্লেব্যাক করে ফেলেছেন তিনি। দেশ-বিদেশের মাটিতে করেছেন একাধিক লাইভ পারফর্ম্যান্স। তার কন্ঠে মুগ্ধ অসংখ্য মানুষ। তরুণ বয়সেই অনেক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। ছোট থেকেই গায়িকা হওয়ার শখ তার। পড়াশোনার পাশাপাশি গান শেখাকে সমান গুরুত্ব দিয়েছিলেন অরুনিতা। আজ তার ফল পেয়েছেন হাতেনাতে।
Comments
Post a Comment