OTT-এর সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, দেখেই ঘুম উড়ল দর্শকদের
ওয়েব প্ল্যাটফর্মের বেশিরভাগ ওয়েব সিরিজেই এখন বোল্ড দৃশ্য থাকে। অনেকসময় সিনেমায় যে সব দৃশ্য দেখানো যায়না, ওয়েব সিরিজে সেইসমস্ত দৃশ্য দেখানো সম্ভব হয়। এই মুহূর্তে ওয়েব সিরিজের দুনিয়ায় আয়েশা কাপুর একটি পরিচিত নাম। তিনি তার অভিনীত বেশিরভাগ ওয়েব সিরিজেই বোল্ড অবতারে দেখা দিয়েছেন। তার বোল্ডনেসেই হিট সমস্ত ওয়েব সিরিজ। ‘ঝোল’ ও ‘সীল ২’তে তার আবেদন পূর্ণ অন্তরঙ্গ দৃশ্যগুলি রীতিমতো ঘুম ছুটিয়েছে দর্শকদের। তবে এছাড়াও একাধিক ওয়ব সিরিজে বোল্ড অবতার আবির্ভূতা অভিনেত্রী। আয়েশা কাপুরের কথা উঠলেই যে ওয়েব সিরিজের কথা আসবে তার নাম ‘সিয়াপা’। এই ওয়েব সিরিজে আয়েশা কাপুর ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিমরান খান। এই সিরিজটি ছেলে ও বাবার মধ্যেকার খোলামেলা সম্পর্কের গল্প নিয়ে এগোয়। একাধিক স্ত্রী ও বাচ্চারা থাকবে এই গল্পে। এই ওয়েব সিরিজে আয়েশা কাপুরকে এক অন্যমাত্রায় বোল্ডনেস প্রদর্শন করতে দেখা গিয়েছে। বর্তমানে আয়েশা কাপুরের কথা আসলেই এই ওয়েব সিরিজের কথা উল্লেখ হওয়া খুবই স্বাভাবিক। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন আয়েশা কাপুর। দর্শকদের মাঝে তিনি এই মুহূর...