Posts

Showing posts from March, 2022

OTT-এর সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, দেখেই ঘুম উড়ল দর্শকদের

Image
  ওয়েব প্ল্যাটফর্মের বেশিরভাগ ওয়েব সিরিজেই এখন বোল্ড দৃশ্য থাকে। অনেকসময় সিনেমায় যে সব দৃশ্য দেখানো যায়না, ওয়েব সিরিজে সেইসমস্ত দৃশ্য দেখানো সম্ভব হয়। এই মুহূর্তে ওয়েব সিরিজের দুনিয়ায় আয়েশা কাপুর একটি পরিচিত নাম। তিনি তার অভিনীত বেশিরভাগ ওয়েব সিরিজেই বোল্ড অবতারে দেখা দিয়েছেন। তার বোল্ডনেসেই হিট সমস্ত ওয়েব সিরিজ। ‘ঝোল’ ও ‘সীল ২’তে তার আবেদন পূর্ণ অন্তরঙ্গ দৃশ্যগুলি রীতিমতো ঘুম ছুটিয়েছে দর্শকদের। তবে এছাড়াও একাধিক ওয়ব সিরিজে বোল্ড অবতার আবির্ভূতা অভিনেত্রী। আয়েশা কাপুরের কথা উঠলেই যে ওয়েব সিরিজের কথা আসবে তার নাম ‘সিয়াপা’। এই ওয়েব সিরিজে আয়েশা কাপুর ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিমরান খান। এই সিরিজটি ছেলে ও বাবার মধ্যেকার খোলামেলা সম্পর্কের গল্প নিয়ে এগোয়। একাধিক স্ত্রী ও বাচ্চারা থাকবে এই গল্পে। এই ওয়েব সিরিজে আয়েশা কাপুরকে এক অন্যমাত্রায় বোল্ডনেস প্রদর্শন করতে দেখা গিয়েছে। বর্তমানে আয়েশা কাপুরের কথা আসলেই এই ওয়েব সিরিজের কথা উল্লেখ হওয়া খুবই স্বাভাবিক। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন আয়েশা কাপুর। দর্শকদের মাঝে তিনি এই মুহূর...

লজ্জার সীমা ছাড়িয়েছেন অভিনেত্রী অনুপমা, ভুল করেও কারও সাথে বসে দেখবেন না এই ওয়েব সিরিজ

Image
  এই ওয়েব সিরিজে অনুপমা প্রকাশ কাজ করেছেন প্রধান ভূমিকায় ওয়েব সিরিজ মানেই আজকে বোল্ড দৃশ্যের একেবারে ছড়াছড়ি। একাধিক সিনেমা এখন সেন্সর বোর্ডের নজরে পড়ে যায়, তাই এখন সিনেমায় বিতর্কিত দৃশ্য দেখা যায়না। তবে, ওয়েন সিরিজের ক্ষেত্রে এই বাঁধনটা নেই। এই ধরনের সিরিজে অনেক এমন দৃশ্য দেখানো যায়, যেগুলি হয়তো প্রকাশ্যে কোনো সিনেমায় দেখানো যায়না। এর মধ্যেই একটি বিতর্কিত হুইবি সিরিজের নাম ফর্জি কাকা। এই সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী অনুপমা প্রকাশ। ২০২১ সালে রিলিজ হওয়া এই ওয়েব সিরিজে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন, যেগুলি হয়তো সিনেমায় ভাবেই যায়না। এই সব দৃশ্য আপনাকে একেবারে চমকে দেবে এবং ভারতীয় সিনেমার এবং ওয়েব সিরিজের একটি ধারার উন্মোচন করবে। এই ওয়েব সিরিজে অনুপমা প্রকাশ বোল্ডনেসের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন। এমন কিছু দৃশ্যে তাকে দেখা গেছে অনেক ঘনিষ্ঠ কিছু দৃশ্যে অভিনয় করতে। এই ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ হওয়ার সময় থেকেই এই সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপর থেকে একাধিক জায়গায় এই সিরিজ বেশ ভালোভাবেই ব্যবসা করেছে। এই ওয়েব সিরিজে অনুপমা প্রকাশ লিড র করেছেন এবং এখা...

ঢাকা আসার অনুমতি পেলেন না সানি লিওন     

Image
 জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম প্রকাশিত বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা সানি লিওন। বহুল সমালোচিত এই তারকা বাংলা গানেও কোমর দুলিয়েছেন। কিন্তু এবার ঢাকা আসার অনুমতি মেলেনি তার।  বাংলাদেশের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা আসার কথা ছিল সানি লিওনের। কিন্তু সানির ঢাকা আসার অনুমতি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।  গতকাল ৯ মার্চ উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় ‘অনিবার্য কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে: ‘মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ১০ জন ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। কিন্তু অনিবার্য কারণে করনজিৎ করের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।’ প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সানি লিওনকে প্রবেশে বাধা দেওয়া হলো। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাকে। এদিকে তথ্য মন্ত্রণা...

তুজমে রাব দিখতা হ্যায়, ইয়ারা ম্যায় কেয়া কারু’, খালি গলায় রোমান্টিক গান গাইলেন অরুনিতা কাঞ্জিলাল

Image
  ইন্ডিয়ান আইডল সনির অন্যতম জনপ্রিয় একটি গানের রিয়্যালিটি শো। এই শোতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রতিভাবান প্রতিযোগিরা আসেন। যাদের মধ্যে থেকে কেউ কেউ ছিনিয়ে নেন সেরার সেরা শিরোপা। গতবছর ইন্ডিয়ান আইডল সিজন ১২’তে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছেন পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজন। ফার্স্ট রানার্সআপ হয়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। তবে এই সিদ্ধান্তে অল্প হলেও অসন্তুষ্ট হয়েছিল বাংলার মানুষ। তবে বিচারকদের রায় নিয়ে কোনোরকম কোনো ক্ষোভ ছিল না অরুনিতার। বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এখন সোশ্যাল মিডিয়ার স্টার। তার যেকোনো গানের ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই লতা মঙ্গেসকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গাওয়া একটি গান গেয়েছিলেন অরুনিতা, যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক মিউজিক ভিডিওতে প্লেব্যাক করে ফেলেছেন তিনি। দেশ-বিদেশের মাটিতে করেছেন একাধিক লাইভ পারফর্ম্যান্স। তার কন্ঠে মুগ্ধ অসংখ্য মানুষ। তরুণ বয়সেই অনেক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। ছোট থেকেই গায়িকা হওয়ার শখ তার। পড়াশোনার পাশাপাশি গান শেখাকে সমান গুরুত্ব দিয়েছিলেন অ...

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে বিমান হামলা, নিহত ১

Image
 ইউক্রেনের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে অলভিয়া বন্দরে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে এ হামলা হয়। হামলার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। হামলার পরই নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি। এরইমধ্যে থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন বলেও জানান ক্যাপ্টেন আনাম। এর আগে, ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এর এই জাহাজটি। এতে ২৯ জন নাবিক রয়েছে বলে বিএসসি সূত্রে জানা গেছে। বিএসসি সূত্রে জানা যায়, সিরামিকের কাঁচামাল 'ক্লে' পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।