আসছে বাহুবলী ৩, ‘আর আর আর’এর প্রচারে আভাস দিলেন রাজামৌলি
এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমতো কাপাঁচ্ছে বক্সঅফিস। বলিউডের তারকাদের রীতিমতো টেক্কা দিচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। তাদের সামনে এই মুহূর্তে টিকতে পারছে না বলিউড, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে সকল পরিচালকদের কপালে। এখন সকল পরিচালকরাই দক্ষিণী অভিনেতাদের দিকে বেশি ঝুঁকছেন। তারা নিজেদের ছবিতে কাস্ট করতে চাইছেন তাদের। এই মুহূর্তে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’ বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। সেই নিয়ে মিডিয়াতে নিত্যদিন চলছে চর্চা। তবে এরপরেই নাকি আসতে চলেছে রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ৩’। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। আর আর আর’ ছবির প্রচারের সময়ই পরিচালক ‘বাহুবলি ৩’এর আভাস দিয়েছিলেন। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে পরিচালক জানিয়েছেন, এখনই এই ছবির শুটিং শুরু করছেন না তিনি। কারণ এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক কাজ। সেইসমস্ত কাজ শেষ করেই হাত দেবেন এই ছবির কাজে। তবে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেবেন ‘বাহুবলী ৩’এর শুটিং, যা শুনে এখন থেকেই অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছেন বাহুবলী ভক্তরা। ছবির প্রযোজক প্রসাদ দেবী নেনি জানি...